উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দফতর (IMD)। শনিবার (২১ ডিসেম্বর) দিল্লি ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে, যার ফলে শহরের দৃশ্যমানতা ব্যাপকভাবে কমে যায়। সফদারজঙে তাপমাত্রা নেমে আসে ৭.৬ ডিগ্রি সেলসিয়াসে, আর পালামে রেকর্ড হয় ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস রয়েছে।
পঞ্জাব ও হরিয়ানায় শৈত্যপ্রবাহ পরিস্থিতি চলমান রয়েছে। হিমাচলপ্রদেশ এবং রাজস্থানের কিছু অঞ্চলের জন্য মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। হিমাচলপ্রদেশ এবং পূর্ব রাজস্থানের নির্দিষ্ট এলাকায় শনিবার রাতে এবং রবিবার সকালে ঘন কুয়াশা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, দিল্লির বাতাসের গুণমান আরও খারাপ হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৩৯৮-এ পৌঁছেছে, যা ‘গুরুতর’ ক্যাটাগরিতে পড়ে। আনন্দ বিহার (৪১৪), দ্বারকা সেক্টর ৮ (৪১৩), এবং রোহিণী (৪২৫)-এ সবচেয়ে খারাপ AQI রেকর্ড করা হয়েছে। লোধি রোড (৩৬২) এবং নর্থ ক্যাম্পাস (৩৭৬)-এর মতো এলাকাগুলিতেও AQI ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে রয়েছে।
দূষিত বাতাসের কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে বিশেষ করে শ্বাসকষ্ট রোগীদের বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।