প্রথম পাতা খবর উত্তরাখণ্ডে ফের ধসের ঘটনা, আটকে পর্যটকদের গাড়ি

উত্তরাখণ্ডে ফের ধসের ঘটনা, আটকে পর্যটকদের গাড়ি

79 views
A+A-
Reset

উত্তরাখণ্ডে ফের ধসের ঘটনা। রাজ্যের পিথোরাগড় জেলার ধরচুলা-তাওয়াঘাট জাতীয় সড়কে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ধসের ফলে জাতীয় সড়কের জিরো পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়। এর ফলে এক ডজনেরও বেশি পর্যটকদের গাড়ি আটকে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই এবং ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে পড়েনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই গড়িয়ে আসতে দেখে রাস্তায় চলাচলকারী গাড়ি থমকে যায়। পর্যটকদের গাড়িগুলি অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।

বিশেষজ্ঞদের মতে, উত্তরাখণ্ডে অপরিকল্পিত নির্মাণকাজ ও বাড়তি উন্নয়নের চাপের কারণে এই ধরণের ধসের ঘটনা ক্রমশ বাড়ছে। চলতি বর্ষায় রাজ্যে ধসের ফলে ৮৪ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন অন্তত ২৮ জন। ২৩ জুন থেকে ১০ জুলাইয়ের মধ্যে রাজ্যে ১৭টি ধসের ঘটনা ঘটে। বর্ষার শেষে এই সংখ্যা পৌঁছায় ২৯২-তে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে আলমোড়া, চামোলী, দেহরাদুন, পিথোরাগড় এবং উত্তরকাশী অন্যতম।

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ধসের ক্রমবর্ধমান ঘটনা রাজ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.