ডেস্ক: সংক্রমণ সামান্য কমলেও দৈনিক আক্রান্তের সংখ্যা আজও চার লক্ষের বেশি। দৈনিক মৃত্যু পেরোল চার হাজারের গণ্ডি। একদিনে ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। এছাড়া মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেল। সুস্থ হয়েছেন তিন লক্ষেরও বেশি মানুষ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮।২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,১৮৭ জনের। যা এখনো পর্যন্ত রেকর্ড। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩৮ হাজার ২৬৬ জনের। তবে স্বস্তির খবর, দেশে কোভিড আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১,৭৯,১৭,০৮৫ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ লক্ষ ২১ হাজার ৮৮২ জন। দেশে সুস্থতার হার ৮১.৯ শতাংশ। আর এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ১৬ কোটি ৭৩ লক্ষ ৪৬ হাজার ৫৪৪ জনের।
দেশের মধ্যে মহারাষ্ট্র, কেরল, দিল্লি এবং কর্ণাটকের দৈনিক সংক্রমণ সবথেকে বেশি। সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লক্ষ ৯৬ হাজার ৭৫৮ আর মৃত্যু হয়েছে ৭৪,৪১৩ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪,০২২ জন আর মৃত্যু হয়েছে ৮৯৮ জনের।
আরও পড়ুন: ভ্যাকসিনের বিনামূল্যে বণ্টনের দাবিতে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল পশ্চিমবঙ্গ সরকার
কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লক্ষ ৩৮ হাজার ৮৮৫ জন আর মৃত্যু হয়েছে ১৭,৮০৪ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪৮,৭৮১ জন। কেরলে আক্রান্ত ১৮ লক্ষ ২৪ হাজার ৮৫৭ জন। মৃত্যু হয়েছে ৫,৬৮৩ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৮,৪৬০ জন। উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ১৪ লক্ষ ৫৩ হাজার ৬৭৯ জন। মৃত্যু হয়েছে ১৪,৮৭৩ জনের।
তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ২৩ হাজার ৯৬৫ জন আর মৃত্যু হয়েছে ১৫,১৭১ জনের।
দিল্লিতে সংক্রমিত হয়েছেন ১২ লক্ষ ৯২ হাজার ৮৬৭ জন। সেখানে মৃত্যু হয়েছে ১৮,৭৩৯ জনের। অন্ধ্রপ্রদেশে আক্রান্ত ১২ লক্ষ ৪৫ হাজার ৩৭৪ জন। মৃত্যু হয়েছে ৮,৫১৯ জনের। দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ, আক্রান্তের সংখ্যা ৯,৫৪,২৮২ জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২,০৭৬। ছত্তিশগড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮,৩০,১১৭ আর মৃত্যু হয়েছে ১০,১৫৮ জনের।