কলকাতা: বাংলার আবাস যোজনার টাকা যাতে কোনওভাবে দুর্নীতির শিকার না হয়, তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে নবান্ন। সম্প্রতি ট্যাব কেনার টাকার জালিয়াতি নিয়ে বিতর্ক তৈরির পর থেকে আরও সতর্ক হয়েছে রাজ্য প্রশাসন। আবাস যোজনার অর্থ বিতরণ শুরু হওয়ার আগে দুর্নীতি ঠেকাতে গ্রাম পঞ্চায়েত স্তরে বিশেষ ক্যাম্প চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ডিসেম্বর ১৫ তারিখ থেকে আবাস যোজনার টাকা বিতরণ শুরু হবে। তার আগে আবেদনকারী উপভোক্তাদের নাম, পরিচয়, ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করতে প্রতিটি গ্রামে বিশেষ ক্যাম্প চালানো হচ্ছে। আধার সংযুক্তিকরণের মাধ্যমে তথ্য নিশ্চিত করার পাশাপাশি, উপভোক্তার মোবাইলে ওটিপি যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। ক্যাম্প থেকে সবুজ সংকেত পাওয়ার পরই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে।
এই প্রক্রিয়া সম্পন্ন করতে একটি বিশেষ পোর্টাল চালু করা হচ্ছে। কী কী নিয়ম মানতে হবে তার বিস্তারিত নির্দেশিকা ইতিমধ্যেই বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রের তরফে দুর্নীতির অভিযোগ তুলে বাংলার জন্য আবাস যোজনার অর্থ বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্য সরকার নিজের উদ্যোগে উপভোক্তাদের ঘর তৈরির জন্য টাকা দেবে। এমন পরিস্থিতিতে আবাস যোজনায় কোনও দুর্নীতি যাতে না হয়, তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে রাজ্য।
প্রসঙ্গত, ট্যাব প্রকল্পের জালিয়াতি নিয়ে ইতিমধ্যেই বহু গ্রেফতারি হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার আবাস যোজনার অর্থ বিতরণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিচ্ছে রাজ্য সরকার।