অফিস, মিউজিয়াম থেকে বিনোদন পার্ক, একগুচ্ছ ছাড় ঘোষণা করল রাজ্য সরকার

ডেস্ক: এখনও চালু হয়নি লোকাল ট্রেন। এই অবস্থায় মঙ্গলবার থেকে একাধিক ক্ষেত্রে করোনা বিধিনিষেধ শিথিল করছে রাজ্য সরকার। সোমবার আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আরও বহু ক্ষেত্রে ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নর পক্ষ থেকে প্রকাশিত নতুন নির্দেশিকায় বলা হয়েছে, মিউজিয়াম-সহ সমস্ত বিনোদনমূক পার্ক খোলা হচ্ছে মঙ্গলবার থেকে। খুলবে শিল্প-কলকারখানাও।


এদিন নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জানান, আগামিকাল থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলতে পারে মিউজিয়াম ও বিনোদন পার্ক। তবে দর্শকদের মানতে হবে কোভিড প্রটোকল। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কাজে যোগ দিতে পারবেন একশো শতাংশ কর্মী। এছাড়া উৎপাদন শিল্পেও কাজে যোগ দিতে পারবেন একশো শতাংশ কর্মচারী। তবে সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে। সেইসঙ্গে সমস্ত করোনা বিধি মেনে চলতে হবে। সকল কর্মীদের।

আরও পড়ুন: এক ব্যক্তি এক পদ নীতি মেনে তৃণমূলের সংগঠনে রদবদল


উল্লেখ্য, এর আগের নির্দেশিকায় রাজ্য সরকার নাইট কার্ফুর সময়সীমা শিথিল করেছিল। এবং বার-রেস্তোরাঁ ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল। গত শুক্রবার রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে রাজ্যে দোকানপাট, বার-রেস্তোরাঁ রাত সাড়ে ১০ টা পর্যন্ত খুলে রাখা যাবে। আগে এই ছাড় ছিল রাত ৮টা পর্যন্ত। ১৫ অগস্ট থেকে এই শিথিলতা বলবৎ হয়। যদিও রাত সাড়ে ১০ টার পর কোনও ভাবেই বার-রেস্তোরাঁ খোলা রাখা যাবে না বলে জানিয়েছে নবান্ন। কারণ রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত এখনও কার্যকর থাকছে নাইট কার্ফু। একই সঙ্গে সিনেমা হল, প্রেক্ষাগৃহ, থিয়েটার-সহ সুইমিং পুল এবং খেলার স্টেডিয়াম ৫০ শতাংশ দর্শকদের উপস্থিতি নিয়ে খোলা যাবে বলেও জানানো হয়।


উল্লেখ্য, এখনওপর্যন্ত লোকাল ট্রেন চালানোর অনুমতি দেয়নি রাজ্য সরকার। এনিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে মুখ্যমন্ত্রীর যুক্তি ছিল, বাস, অটো চলছে। তবে যতদিন না গ্রামাঞ্চলে মানুষজনকে টিকা না দেওয়া যায় ততদিন করোনার প্রকোপ বাড়বে। শেষপর্যন্ত বিধিনিষেধ আরও কিছুটা শিথিল করল রাজ্য সরকার।

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে