টানা বৃষ্টি কলকাতায়। ছবি: রাজীব বসু
কলকাতা: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবার পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় হাওয়া অফিস হলুদ সতর্কতা জারি করেছে। এর পাশাপাশি, রাজ্যের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেখানে কোনও সতর্কতা জারি করা হয়নি।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া—এই সব জেলায় সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার উত্তরের সব জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, নিম্নচাপের প্রভাবে সোমবার সন্ধ্যা পর্যন্ত পশ্চিমবঙ্গ-বাংলাদেশ-ওড়িশা উপকূল বরাবর এবং উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এই বেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বঙ্গোপসাগরের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোও থাকবে উত্তাল। সমুদ্রের উত্তাল পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।