ডেস্ক: দিঘায় বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দিঘা এবং সুন্দরবনের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পৃথকভাবে ১০,০০০ কোটি টাকার প্যাকেজের আর্জি জানিয়েছি। বললেন, “পাবো কি না জানি না তবে ওঁকে প্রধানমন্ত্রী বলে এসেছি।”
এদিন দিঘায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ভারচুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন প্রশাসনিক কর্তারা। বৈঠকে বিডিওরা জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা খেজুরি ২, নন্দীগ্রাম, কাঁথি ১, কাঁথি ২, কাঁথি ৩, রামনগর ১, রামনগর ২। ক্ষতিগ্রস্ত দিঘাকে ফের সাজিয়ে তোলার দায়িত্ব মুখ্যসচিবকেই এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিঘা উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে।
ইয়াস এর ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আজ রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর চপার পৌঁছনোর পরই তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। বিমাবিমানঘাঁটিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিনিট পনেরোর বৈঠকে প্রধানমন্ত্রীর হাতে ইয়াসের ক্ষয়ক্ষতির রিপোর্ট তুলে দেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: ত্রাণ নিয়ে কোনও রকম ‘বঞ্চনা’র অভিযোগ এবার সহ্য করব না কড়া বার্তা মমতার
কলাইকুন্ডায় মোদীর বৈঠকের না থাকার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা জানতাম ১৫ মিনিটের বৈঠক হবে। কিন্তু আমাদের দিঘায় আসতে হত। তাই কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে থাকতে পারিনি’।