চলতি মাসের ১৩, ১৪ ও ১৫ জুন (শুক্র, শনি, রবিবার) সকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে । এই সময় সেতুর সংস্কার সংক্রান্ত জরুরি সমীক্ষা করবে হুগলি নদী ব্রিজ কমিশনার্স অথরিটি। কলকাতা ও হাওড়া পুলিশের যৌথ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এই সময় সেতুর পাশাপাশি সংলগ্ন খিদিরপুর রোড, এজেসি বোস রোড (জিরাট আইল্যান্ডের পশ্চিম দিকের রাস্তা), সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোডেও যান চলাচল বন্ধ থাকবে।
কলকাতা পুলিশের পরিকল্পনা অনুযায়ী, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড হয়ে আসা গাড়িগুলি টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিং ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে যাওয়া যাবে। জওহরলাল নেহরু আইল্যান্ড থেকে কেপি রোড দিয়ে আসা গাড়ি ১১ ফারলং গেট হয়ে হেস্টিংস ক্রসিং ও স্ট্র্যান্ড রোড ঘুরে হাওড়া ব্রিজের দিকে যাবে। খিদিরপুর দিক থেকে সিজিআর রোড দিয়ে আসা গাড়ি হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজে পৌঁছাবে। কেপি রোড দিয়ে আসা সমস্ত গাড়ি ওয়াই পয়েন্ট হয়ে ১১ ফারলং গেট ঘুরে রেড রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে যাবে।
পুলিশ জানিয়েছে, শহরের যাত্রী ও চালকদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। সাধারণ মানুষকে ওই সময় সেতু এড়িয়ে অন্য রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।