প্রথম পাতা খবর করোনার নতুন উপরূপ জেএন.১ নিয়ে সতর্কতা জারি কেন্দ্রের, প্রয়োজনীয় পদক্ষের রাজ্যের

করোনার নতুন উপরূপ জেএন.১ নিয়ে সতর্কতা জারি কেন্দ্রের, প্রয়োজনীয় পদক্ষের রাজ্যের

142 views
A+A-
Reset

নয়াদিল্লি: কোভিডের নতুন উপরূপ জেএন.১ (JN.1 variant)-এ আক্রান্তের সংখ্যা বাড়ছে ভারতে। এখনই সংক্রমণে রাশ টানতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে, হাসপাতালগুলিতে আক্রান্তের ভিড় বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট ভাইরাস বিশেষজ্ঞ সৌম্য স্বামীনাথন।

ভারতে উচ্চহারে টিকাকরণের জন্য করোনা সংক্রমণ খুব একটা ভয়ানক অবস্থায় নাও পৌঁছাতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে, নতুন এই উপরূপে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রাজ্যগুলিকে ইতিমধ্যেই সতর্ক করেছে কেন্দ্র। বুধবার রাজ্যগুলির সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকও করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়।

ইতিমধ্যে রাজ্যগুলির জন্য নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক। নয়া নির্দেশিকায় প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে আরও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তার পরেই দেশের বেশ কয়েকটি রাজ্য করোনা নিয়ে নির্দেশিকা জারি করেছে। রাজস্থান, উত্তরাখণ্ড, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু প্রভৃতি রাজ্য করোনা নিয়ে নির্দেশিকা জারি করেছে।

দেশ জুড়ে সাম্প্রতিক কোভিড বৃদ্ধির পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগ কেন্দ্রীয় নির্দেশিকাগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে ইনফ্লুয়েঞ্জা-জাতীয় অসুস্থতা (ILI) এবং গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ (SARI)-এর উপর নজরদারি চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। রাজ্য়ের এক স্বাস্থ্য আধিকারিক জানান, “স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুসারে আমরা আমাদের নজরদারি কার্যকলাপ চালিয়ে যাব। বর্তমানে, আমাদের রাজ্যে একটিও করোনা সংক্রমণের ঘটনাও ঘটেনি। তবে, আমরা যাবতীয় পরিকাঠামো প্রস্তুত রেখেছি।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.