স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে বলে জানানো হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি তাপমাত্রা আর বাড়বে না, বরং ধীরে ধীরে কমবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে জেলাভিত্তিক বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
আজ, সোমবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আগামীকাল, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
১৮ জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস।
১৯ জুন বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টির হাত ধরেই এ বার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর আনুষ্ঠানিক প্রবেশ ঘটবে। ফলে চরম গরম ও অস্বস্তি থেকে কিছুটা স্বস্তি মিলবে সাধারণ মানুষের।