কলকাতা: ১২ বছর পরে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতীয় দল। সারা দেশের সঙ্গে কলকাতাও উত্তেজনায় ফুটছে।
দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ভারতের বিশ্বজয়ের জন্য বিভিন্ন ভাবে প্রার্থনায় মগ্ন। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে এ বার শহর কলকাতায় দেখা গেল বিশেষ প্রার্থনার আয়োজন। কলকাতার পাটুলির কে ব্লকের কেএমডিএ বাজারে অনুষ্ঠিত হল ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের জন্য বিশেষ হোমযজ্ঞ।
এই হোমযজ্ঞের আয়োজক বাজার কমিটির সদস্যরা। উপস্থিত সদস্যরা ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে, মুখে দেশের খেলোয়াড়দের জন্য স্লোগান দেন, তাঁরা প্রার্থনা করেন যাতে ভারত তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জয়ের স্বাদ পায়।
প্রসঙ্গত, আগামিকাল, রবিবার অমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল। লিগ পর্ব থেকে সেমিফাইনালে অপরাজিত ভারত। অন্য় দিকে, টানা আটটি ম্যাচে জিতে ফাইনালে অস্ট্রেলিয়া। ভারতের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার। আবার সেই দলের বিরুদ্ধেই খেলবে তারা।