ডেস্ক : ষষ্ঠ পদক ঘরে তুলল ভারত। কুস্তিতে কাজাখস্তানের দাউলেত নিয়াজবেকোভকে ৮-০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া।
পুরুষদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে যাওয়ায় বজরং সোনা ও রুপোর দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন আগে। তবে ব্রোঞ্জ জিতে দেশবাসীকে হতাশ করলে না তিনি।
এ দিন, শুরু থেকে অনেক বেশি আগ্রাসী ছিলেন বজরং। রেপেসাজ ইভেন্টে প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি বরং। তুলনায় বেশি রক্ষণাত্মক ছিলেন তাঁর কাজাখাস্তানের প্রতিব্দন্দ্বী। বেশি রক্ষণাত্মক হওয়ার কারণে পেনাল্টি পেয়ে একটা পয়েন্ট তুলে নেন তিনি। আরও একটি পয়েন্ট নিয়ে প্রথম রাউন্ড শেষ করেন বজরং।
দ্বিতীয় রাউন্ডে লাগাতার পয়েন্ট তুলতে থাকেন বজরং। এভাবে ৮ পয়েন্ট নিয়ে নেন তিনি। ম্যাচের শেষ মিনিটে নিয়াজবেকোভ হাল ছেড়ে দেন। জয়ী হন বজরং পুনিয়া।
আরও পড়ুন : অল্পের জন্য অধরা থেকে গেল ইতিহাস, চতুর্থ স্থানে গলফার অদিতি অশোক