নয়াদিল্লি: নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ভারতের সিনিয়র টিমের প্রধান নির্বাচক চেতন শর্মা। বিসিসিআই সূত্রে খবর, বোর্ড সচিব জয় শাহর কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন চেতন। সেই পদত্যাগপত্র গৃহীতও হয়েছে।
গত কয়েক দিন ধরেই সংবাদ শিরনামে জায়গা করে নিয়েছিলেন জাতীয় নির্বাচক প্রধান চেতন। বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। সম্প্রতি স্টিং অপারেশনের ফাঁদে পড়েন চেতন। সৌরভ গঙ্গোপাধ্যায়-বিরাট কোহলি দ্বন্দ্ব নিয়ে ফের একবার সেই বিতর্ক উসকে দিয়েছিলেন চেতন। গোপন ক্যামেরায় বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। স্টিং অপারেশনে চেতন শর্মাকে বলতে শোনা গিয়েছে, ”বিরাট এবং সৌরভের মধ্যে ইগোর লড়াই ছিল। সেই কারণেই বিরাটের নেতৃত্ব চলে গিয়েছিল।”
এমনকী টিম ইন্ডিয়ার একাধিক তারকা ক্রিকেটার দলে টিকে থাকার জন্য ক্রিকেটার অ্যান্টি ডোপিং ইঞ্জেকশন এবং ওষুধ খেয়ে নিজেদের ফিট বলে দাবি করেন! জসপ্রীত বুমরার চোটের ইস্যু নিয়েও বেফাঁস মন্তব্য করেন তিনি। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পর শোরগোল পড়ে যায়। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।
সম্প্রতি ইডেনে রঞ্জি ট্রফির ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন চেতন শর্মা। তার ২৪ ঘন্টার মধ্যেই পদত্যাগ করলেন তিনি। এমন ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।