আইপিএলের প্লে-অফে যেতে হলে জেতা ছাড়া আর কোনও পথ খোলা ছিল না সানরাইজার্স হায়দরাবাদের সামনে। সোমবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে ১৩৩ রানে আটকে রেখে ম্যাচে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু দিল্লির ইনিংস শেষ হতেই নামে বৃষ্টি। অনেক চেষ্টা করেও খেলা আর শুরু করা গেল না।
ফলে দুই দলই পেল এক পয়েন্ট করে। এই ফলাফলে ১১ ম্যাচে ৭ পয়েন্টে আটকে গিয়ে প্লে-অফের দৌড় থেকে আনুষ্ঠানিক ভাবে ছিটকে গেল হায়দরাবাদ।
অন্যদিকে দিল্লি ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে রইল পঞ্চম স্থানে, প্লে-অফে ঢুকতে হলে তাদের বাকি সব ম্যাচেই জিততে হবে। আর এই পরিস্থিতিতে সবচেয়ে সুবিধা হল কলকাতা নাইট রাইডার্সের।
ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে দিল্লি ১৩৩/৭ তোলে। হায়দরাবাদের প্যাট কামিন্স প্রথম ওভারেই করুণ নায়ারকে ফেরান। এরপর অভিষেক পোড়েল, অক্ষর পটেল, কেএল রাহুল—সবাই ব্যর্থ। ২৯ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর ট্রিস্টান স্টাবস ও বিপরাজ নিগম রান আটকে রেখে ইনিংস টিকিয়ে রাখার চেষ্টা করেন।
শেষদিকে আশুতোষ শর্মার ২৫ বলে ঝোড়ো ৪১ এবং স্টাবসের অপরাজিত ৪১ রানে ১৩৩ রানে পৌঁছায় দিল্লি। কিন্তু এরপরই নামে বৃষ্টি। মাঠ খেলার উপযোগী হলেও আউটফিল্ড ভিজে থাকায় ম্যাচ শুরু করা যায়নি।