বোলপুর: ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে খুনের ঘটনায় নতুন মোড়। বোলপুরের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়েছিল গোটা রাজ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা। নেপথ্যে রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্ক।
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের গীত গ্রামের একই পরিবারের তিন সদস্য আব্দুল আলিম, কেরিমা বেগম এবং তাঁর ছোট ছেলে আয়ান শেখের। ঘটনায় প্রকাশ, বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়ার পর ছোট ছেলেকে নিয়ে দম্পতি ঘুমিয়ে পড়েন। খোলা ছিল জানলা। অভিযোগ, সেই সময় জানলা দিয়ে ঘরে কেরোসিন ছিটিয়ে দেওয়া হয়। তার পর আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িতে।
গ্রামবাসীদের দাবি, মৃত আব্দুল হালিমের ভাই রতন শেখের স্ত্রী স্মৃতি বিবির সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল পাশের গ্রামের হাতুড়ে ডাক্তার চন্দন শেখের। আর তা নিয়ে পারিবারিক বিবাদ চলত। হাতুড়ে ডাক্তারের বাড়ি সুপুর বানপাড়া এলাকায়। বিষয়টি জানাজানি হতেই আক্রোশ বাড়ে মৃত আব্দুল আলিমের পরিবারের উপর। এর পরই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
ইতিমধ্যেই বোলপুর থানার পুলিশ হাতুড়ে ডাক্তার শেখ সফিকুল ও মৃত আব্দুল হালিমের ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবিকে আটক করেছে।