কলকাতা: আজ, শনিবার কলকাতার ইডেন গার্ডেনে বাংলা বনাম পঞ্জাবের মধ্যে চলা রঞ্জি ট্রফির এলিট গ্রুপ সি-এর ম্যাচে পঞ্জাবকে ১৩ রান সহ ইনিংসে হারিয়ে দিল বাংলা।
বাংলা প্রথম ইনিংসে ১৯১ এবং দ্বিতীয় ইনিংসে ১৩৯ রান তোলে। বাংলার থেকে ১৬২ রানের পিছিয়ে থেকে পাঞ্জাব দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩ গান বাকি থাকতেই অলআউট হয়ে যায়। ম্যাচের সেরা বাংলার সুরজ সিন্ধু জয়সওয়াল।
জয়সওয়াল প্রথম ইনিংসে ৬৮ রান দিয়ে চার উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৬৯ রান দিয়ে চারটি উইকেট দখল করে। এছাড়াও ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে ঝকঝকে ১১১ রানের একটা সুন্দর ইনিংস উপহার দেয় বাংলাকে। উল্লেখ্য বাংলার হয়ে শেষ ম্যাচ খেললেন বাংলা তথা ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা।

এদিন ম্যাচের শেষে সতীর্থ খেলোয়াড়রা তাঁকে মাঝ মাঠ থেকে কাঁধে চড়িয়ে প্যাভেলিওনে ফেরেন। ম্যাচের শেষে ঋদ্ধিমান সাহাকে সপরিবারে দেখা যায় ইডেনের মাঠে। শেষবারের মতো ইডেনের পিচে গিয়ে প্রণাম জানিয়ে আসেন ঋদ্ধিমান সাহা। পাশাপাশি মাঠ পরিচর্যাকারী মালিদের সাথেও ছবি তোলেন ঋদ্ধিমান ।